Last Updated: Monday, August 12, 2013, 22:18
মহাকরণ সরছে। কিছু দিনের জন্য সরছে শিবপুরের এইচআরবিসি ভবনে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকে ঘুম ছুটেছে মহাকরণের খাবার বিক্রেতাদের । লালবাড়ির ভিতরে ও বাইরে খাবার বিক্রি করে তাঁদের সংসার চলে। দোকান বন্ধ হলে অচল হবে সংসার। বুঝতে পারছেন সকলেই। তবে আশা একটাই, বিকল্প নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিকভবন মহাকরণের অস্থায়ী ঠিকানা হতে চলেছে হাওড়া শিবপুরের মন্দিরতলা। সংস্কারের জন্য এইচআরবিসি ভবনেই মহাকরণকে সাময়িক তুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত কপালে ভাঁজ ফেলেছে মহাকরণের ভিতর ও বাইরের অজস্র দোকানীর।